Web Analytics

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল ১৭ নভেম্বর এ রায় ঘোষণা করেন। শেখ হাসিনাকে দুটি অভিযোগে মৃত্যুদণ্ড ও একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রাজসাক্ষী হিসেবে পাঁচ বছরের কারাদণ্ড পেয়েছেন। অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছেন, পলাতক হাসিনা ও কামালের সাজা তাদের গ্রেফতারের দিন থেকে কার্যকর হবে। ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে উসকানি, আন্দোলনকারীদের হত্যার নির্দেশ ও একাধিক হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত বলে রায় দিয়েছে। রায় ঘোষণার পর আদালত ও সুপ্রিম কোর্ট এলাকায় কঠোর নিরাপত্তা জোরদার করা হয়। অ্যাটর্নি জেনারেল এ রায়কে বাংলাদেশের ন্যায়বিচার ও আইনের শাসনের ক্ষেত্রে এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন।

Card image

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।