Web Analytics

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেটে ‘ভোটের রিকশা’ প্রচারণা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সিলেট সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে জেলা তথ্য অফিসের আয়োজনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং গণযোগাযোগ অধিদপ্তরের সহযোগিতায় এ প্রচারণা সারা দেশে পরিচালিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, ‘ভোটের রিকশা’ কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো গণভোট সম্পর্কে জনগণকে সচেতন ও উদ্বুদ্ধ করা। আবদুল জলিল বলেন, এ কর্মসূচি দেশের আটটি বিভাগ, ৬৪টি জেলা, ৪৯৫টি উপজেলা ও ৪ হাজার ৫৭৯টি ইউনিয়নে ছড়িয়ে পড়বে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ বলেন, এবারে একসঙ্গে দুটি ভোট অনুষ্ঠিত হবে—ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। গণভোটের লক্ষ্য হলো জনগণের মতামতের ভিত্তিতে জুলাই সনদের সঠিক বাস্তবায়ন নিশ্চিত করা।

সিলেট জেলার ১৩টি উপজেলা ও ১০৬টি ইউনিয়নে এ প্রচারণা আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

21 Jan 26 1NOJOR.COM

১২ ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোট ঘিরে সিলেটে শুরু হলো ‘ভোটের রিকশা’ প্রচারণা

Person of Interest

logo
No data found yet!