Web Analytics

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত এক আলোচনায় বিশিষ্ট মানবাধিকার কর্মী সুলতানা কামাল বলেন, মানবাধিকার মানুষের সহজাত ও অলঙ্ঘনীয় অধিকার, রাষ্ট্র কেবল এর সুরক্ষাকারী, দাতা নয়। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, সমাজে ভয় ও জবাবদিহিতার অভাব মানবাধিকারের প্রতি শ্রদ্ধা কমিয়ে দিচ্ছে। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারওয়ার আলী বলেন, বাংলাদেশের মানবাধিকার বাস্তবায়নে প্রধান বাধা হলো ‘ভয়ের সংস্কৃতি’।

বক্তারা বলেন, স্বাধীনতা, ন্যায়বিচার ও শান্তি মানবাধিকার রক্ষার অপরিহার্য শর্ত। সুলতানা কামাল ১২১৫ সালের ম্যাগনাকার্টার উদাহরণ টেনে বলেন, শতাব্দী পেরিয়েও আমরা এখনো মৌলিক অধিকার যেমন নির্বিচারে গ্রেফতার না হওয়া ও চলাফেরার স্বাধীনতা নিয়ে লড়ছি। তিনি সমাজে জবাবদিহিতার সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, সংবিধানের সাম্য ও ন্যায়বিচারের মূলনীতি থেকে সরে গেলেই মানবাধিকারের লঙ্ঘন ঘটে।

আলোচনায় বক্তারা নাগরিক সমাজের ভূমিকা জোরদার ও মানবাধিকার রক্ষায় নতুন অঙ্গীকারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।

Card image

Person of Interest

logo
No data found yet!