বি এম ফাহমিদা আলমকে এক ফেসবুক পোস্টে গণধর্ষণের হুমকি দিয়েছেন ঢাবি শিক্ষার্থী আলী হুসেন। এই আলীর বিচার দাবি করেছে ইসলামী ছাত্রশিবির। সোমবার রাতে সংবাদ সম্মেলনে তারা প্রক্টর বরাবর অভিযোগপত্র দেওয়ার কথা জানায়। এ নিয়ে ঢাবি শিবিরের সভাপতি এস এম ফরহাদ বলেন, ‘যিনি ক্রাইম করেছেন তাকে শিবির নেতা বানানোর চেষ্টা করা হচ্ছে। অথচ আমরা এই ঘটনার পরপরই প্রশাসনকে কল করে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছি। এই রকম নারীর বিরুদ্ধে স্লাট-শেইমিং এবং নারী শিক্ষার্থীদের বিরুদ্ধে বাজে ভাষার যে কালচার গড়ে উঠেছে সেটার বিরুদ্ধে আমাদের যুদ্ধ, লড়াই। এই লড়াইটা সমন্বিতভাবে হওয়ার দরকার ছিল।’ আরও বলেন, ‘মাগরিবের পর থেকে সংঘবদ্ধ সিন্ডিকেট সামাজিক যোগাযোগমাধ্যমে শিবিরের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে। সেটির বিরুদ্ধে আমাদের অবস্থান ক্লিয়ার করার জন্য প্রক্টর স্যার বরাবর একটি অভিযোগপত্র দেবো।’ যা সম্পন্ন হয়েছে। এদিকে আলী হুসেন নিজেও ফেসবুক লাইভে এসে বলেছেন যে তিনি কোনো দলের সঙ্গে যুক্ত নন।
ডাকসু নির্বাচনের প্রার্থী ফাহমিদাকে গণধর্ষণের হুমকি দেওয়া ঢাবি শিক্ষার্থীর বিরুদ্ধে প্রক্টরের কাছে অভিযোগ করেছে ছাত্রশিবির।