সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুরে সম্পন্ন হয়। দুপুর ৩টার দিকে তার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশবাসীর উদ্দেশে বক্তব্য দেন। তিনি নিজেকে খালেদা জিয়ার বড় সন্তান হিসেবে পরিচয় দিয়ে বলেন, যদি তার মা জীবিত অবস্থায় কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, তাহলে যেন তার সঙ্গে যোগাযোগ করা হয়, তিনি তা পরিশোধের ব্যবস্থা করবেন।
তারেক রহমান আরও বলেন, খালেদা জিয়ার ব্যবহারে বা কথায় কেউ আঘাত পেয়ে থাকলে তিনি মায়ের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চান, যেন আল্লাহ তায়ালা তার মাকে বেহেশত দান করেন।
এই জানাজা বিএনপি ও তাদের সমর্থকদের জন্য এক গভীর শোকের মুহূর্ত হয়ে ওঠে, যেখানে তারা দীর্ঘদিনের নেত্রীকে বিদায় জানান।
খালেদা জিয়ার জানাজায় মায়ের জন্য দোয়া ও ক্ষমা চান তারেক রহমান