Web Analytics

সোমবার রাত সাড়ে দশটার দিকে এনসিপি'র সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়েছে। এতে তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে এনসিপি। বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন– এনসিপির নেতা আসিফ উদ্দিন সম্রাট, যুব শক্তির সংগঠক আবদুর রব ও এনসিপির শ্রমিক উইংয়ের নেতা শফিকুল ইসলাম। তারা ঠোঁট, কান ও চোখে আঘাত পেয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করে এসআই মিজানুর রহমান বলেন, রাস্তার মাঝ বরাবর ককটেল বিস্ফোরণ হয়েছে। ঘটনার সময় বাস, প্রাইভেটকারসহ অন্যান্য গাড়ি চলছিল। কোন গাড়ি থেকে ককটেল নিক্ষেপ করা হয়েছে তা খুঁজে বের করতে সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে।

24 Jun 25 1NOJOR.COM

এনসিপি সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়েছে। এতে তিনজন আহত হয়েছেন!

Person of Interest

logo
No data found yet!