রাজউকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ভাগ্নি টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিকসহ ১৮ জনের বিরুদ্ধে মামলার যুক্তিতর্কের শুনানির জন্য আগামী ১৩ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম এই তারিখ নির্ধারণ করেন। দুদকের কৌঁসুলি জহিরুল ইসলাম জানান, কারাগারে থাকা একমাত্র আসামি মোহাম্মদ খুরশীদ আলমের পক্ষে সাফাই সাক্ষী দেওয়া হয়েছে, অন্য আসামিরা পলাতক থাকায় তারা সেই সুযোগ পাননি।
গত বছরের ১৩ জানুয়ারি দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেন, যেখানে পরে শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিকসহ মোট ১৮ জনকে আসামি করা হয়। তদন্ত শেষে একই বছরের ১০ মার্চ আদালতে চার্জশিট দাখিল করা হয়। মামলায় ৩১ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। আসামিদের মধ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউকের কয়েকজন কর্মকর্তা ও সাবেক প্রতিমন্ত্রী রয়েছেন।
আগামী ১৩ জানুয়ারির শুনানিতে আদালত উভয় পক্ষের যুক্তিতর্ক শুনে মামলার পরবর্তী ধাপ নির্ধারণ করবেন বলে জানা গেছে।
হাসিনা ও অন্যদের বিরুদ্ধে দুর্নীতি মামলায় যুক্তিতর্ক শুনানি ১৩ জানুয়ারি