আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ছাড়া দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, বলেছেন এবি পার্টির নেতা আব্দুল ওহাব মিনার। মিনার বলেন, গত কয়েকদিনে যে পরিমাণ ধর্ষণের নিউজ আসছে, তা আমাদের মনকে বিষিয়ে তুলছে। সেনা রাস্তায় থাকা অবস্থায় কী করে ধর্ষণ, চুরি, ডাকাতি ও ছিনতাই হচ্ছে এসবের জন্য সরকারকে জবাব দিতে হবে। মঈন উদ্দিন খান রিপন বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠায় এবি পার্টি কাজ করে যাচ্ছে। স্বৈরাচার পতন আন্দোলনেও তারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। পতিত সরকার লুটপাটের অর্থ পাচার করে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। পাচারকৃত অর্থ ফেরত আনতে অন্তর্বর্তীকালীন সরকারের বলিষ্ঠ পদক্ষেপ নিতে হবে।