রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনে রাশিয়ার সেনারা একটি ‘পবিত্র মিশনে’ রয়েছে। বুধবার মস্কোর সেন্ট জর্জ দ্য ভিক্টোরিয়াস গির্জায় সামরিক সদস্য ও তাদের পরিবারের সঙ্গে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। পুতিন বলেন, যিশু খ্রিষ্ট যেমন মানবজাতিকে রক্ষা করতে পৃথিবীতে এসেছিলেন, তেমনি রুশ যোদ্ধারাও তাদের মাতৃভূমি ও জনগণকে রক্ষার জন্য কাজ করছেন।
তিনি আরও বলেন, রাশিয়ার ইতিহাসে সেনাদের ঈশ্বরের পক্ষ থেকে পাঠানো ‘পবিত্র মিশন’ সম্পাদনকারী হিসেবে দেখা হতো। সেনাসদস্যদের সন্তানদের উদ্দেশে পুতিন বলেন, তাদের বাবা-মা ও আত্মীয়স্বজন যারা যুদ্ধে আছেন, তাদের নিয়ে গর্ব করা উচিত, কারণ রাশিয়ার জনগণ সবসময় তাদের যোদ্ধাদের নিয়ে গর্ব করে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী, যা এখনো চলছে। ২০২৫ সালের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি এই সংঘাত থামানোর চেষ্টা করছেন।
পুতিন বললেন, ইউক্রেনে রুশ সেনারা মাতৃভূমি রক্ষার ‘পবিত্র মিশনে’ রয়েছে