বাংলাদেশ নৌবাহিনী আগামী সোমবার ও মঙ্গলবার বঙ্গোপসাগরের কক্সবাজার ও হাতিয়ার মধ্যবর্তী এলাকায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ অনুশীলন পরিচালনা করবে। শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এবং নিরাপত্তার স্বার্থে ওই এলাকায় সব ধরনের নৌযান চলাচল থেকে বিরত থাকার আহ্বান জানায়।
আইএসপিআর জানায়, অনুশীলনের সময় জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে মাছ ধরার নৌকা, ট্রলারসহ সব ধরনের নৌযানকে নির্দিষ্ট এলাকায় অবস্থান বা চলাচল না করার অনুরোধ করা হয়েছে।
এই নির্দেশনা দুর্ঘটনা প্রতিরোধ ও বঙ্গোপসাগরে নৌবাহিনীর অনুশীলন চলাকালীন নিরাপত্তা বজায় রাখার জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জারি করা হয়েছে।
বঙ্গোপসাগরে নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র অনুশীলন, নৌযান চলাচলে নিষেধাজ্ঞা