ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল বলেছেন, ৩০% ভোট পেয়ে সরকার গঠন প্রমাণ করে—বর্তমান পদ্ধতিতে ভোটের মূল্যায়ন হয় না। পিআর পদ্ধতিতে সব নাগরিকের ভোট প্রতিফলিত হবে বলে দাবি করে তিনি বলেন, এ ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। তিনি নির্বাচনের আগ সংস্কার ও গণহত্যার বিচার জরুরি বলে মন্তব্য করেন। ২৪ সালের আন্দোলনে জামায়াতের ভূমিকা দলীয়ভাবে না তুলে ধরার কারণ হিসেবে জানান, এটি ছাত্র-জনতার আন্দোলন। প্রবাসীদের জন্য পোস্টাল ভোট চালুর দাবিও জানান তিনি।
৩০% ভোট পেয়ে সরকার গঠন প্রমাণ করে—বর্তমান পদ্ধতিতে ভোটের মূল্যায়ন হয় না: নূরুল ইসলাম বুলবুল