Web Analytics

তিন দফা দাবিতে মঙ্গলবার (২৫ নভেম্বর) থেকে দেশজুড়ে তিন দিনের পূর্ণদিবস কর্মবিরতি শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। প্রাথমিক সহকারী শিক্ষক ঐক্য পরিষদের ডাকে এই কর্মসূচিতে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে সহকারী শিক্ষক পদকে ১১তম গ্রেডে উন্নীত করা, শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা এবং ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন। সংগঠনের নেতারা জানিয়েছেন, সরকারের সঙ্গে দীর্ঘদিন আলোচনা চললেও আশ্বাস ছাড়া কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। দাবি আদায় না হলে তারা বার্ষিক পরীক্ষা বর্জন ও ১১ ডিসেম্বর থেকে লাগাতার অনশন শুরু করবেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে ৬৫ হাজার ৫৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৩ লাখ ৮৪ হাজার শিক্ষক কর্মরত আছেন। সম্প্রতি প্রধান শিক্ষকদের বেতন গ্রেড উন্নীত হলেও সহকারী শিক্ষকরা তা থেকে বঞ্চিত হওয়ায় অসন্তোষ দেখা দিয়েছে।

25 Nov 25 1NOJOR.COM

বেতন গ্রেড ও পদোন্নতির দাবিতে তিন দিনের কর্মবিরতিতে প্রাথমিক শিক্ষকরা

Person of Interest

logo
No data found yet!