অধিকৃত পশ্চিম তীর ও জেরুজালেমে নতুন বছরের প্রথম সপ্তাহে ১৫০ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। প্যালেস্টাইন সেন্টার ফর প্রিজনার স্টাডিজ এক বিবৃতিতে জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে পাঁচজন নারী, আট শিশু, সাংবাদিক এবং বন্দি বিনিময় চুক্তিতে মুক্তিপ্রাপ্ত কয়েকজন নারী রয়েছেন।
বিবৃতিতে বলা হয়, চলমান দমন নীতির অংশ হিসেবে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীর ও জেরুজালেমের বিভিন্ন স্থানে অভিযান চালায়। শত শত বাড়িতে তল্লাশি চালানো হয় এবং ফিলিস্তিনিদের বাড়িঘর ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বিবৃতিতে এসব কর্মকাণ্ডকে সম্মিলিত শাস্তি ও বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে পদ্ধতিগত নির্যাতন হিসেবে বর্ণনা করা হয়েছে।
বিবৃতি অনুযায়ী, নতুন বছরের শুরুতেই অভিযোগ ছাড়াই ১৩৬টি প্রশাসনিক আটক আদেশ জারি করেছে ইসরায়েল। এছাড়া বিরজেইত বিশ্ববিদ্যালয়ে বন্দিদের সমর্থনে আয়োজিত সংহতি সমাবেশে হামলা চালিয়ে গণমাধ্যমের সরঞ্জাম জব্দ ও বিশ্ববিদ্যালয়ের ভাইস-প্রেসিডেন্টকে আটক করা হয়।
পশ্চিম তীর ও জেরুজালেমে ১৫০ ফিলিস্তিনি আটক করেছে ইসরায়েলি বাহিনী