রাজশাহীর বাঘা উপজেলায় শীত মৌসুমে ৬০ হাজার কেজি গুড় উৎপাদন করা হয়। প্রতি কেজি গুড় গড়ে ২০০ টাকা দর মোতাবেক দেড় কোটি টাকার খেজুরগুড় কেনা বেচা হয়। জানা গেছে, উপজেলায় দুটি পৌরসভা ও সাতটি ইউনিয়নে ৩০ হাজার ৩৮৯ জন কৃষি পরিবার রয়েছে। খেজুর বাগান রয়েছে চার হাজার। মৌসুমে একজন গাছি প্রতিদিন ৫০ থেকে ৫৫টি খেজুর গাছের রস আহরণ করেন। বর্তমানে উপজেলায় চার হাজার গাছি রস সংগ্রহ করেন। গুড়ের প্রধান হাট বাঘা ও আড়ানী হাট। বাঘারহাটে রোববার প্রতি কেজি খেজুর গুড় ১৮০-২০০ টাকায় বিক্রি হয়।