Web Analytics

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত দিয়ে গভীর রাতে বিপুল পরিমাণের মানুষকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় জনতার কঠোর প্রতিরোধের মুখে তারা সেটা পারেনি। স্থানীয়দের ভাষ্যমতে, প্রায় সাড়ে সাতশ মানুষকে পুশইনের চেষ্টা করা হয়। পুশইনের খবরে সিঙ্গারবিল, বিষ্ণুপুর, নলঘরিয়া, মেরাসানী ও নোয়াবাদী এলাকার মসজিদগুলোতে মাইকিং করা হয়। স্থানীয়দের সীমান্তে যাওয়ার জন্য বলা হয়। পরে শত শত লোক সীমান্তে জড়ো হয়। ইউএনও সাধনা ত্রিপুরা বলেন, ‘সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক আছে। পুশইন চেষ্টার খবরে জনগণ বিজিবির সঙ্গে থেকে প্রতিহত করেছে। এখনও সতর্ক অবস্থানে আছেন সবাই।’

Card image

Person of Interest

logo
No data found yet!