Web Analytics

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ ঘোষণা করেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেউ ভোটের মাঠে প্রভাব বিস্তার করতে চাইলে তাকে সঙ্গে সঙ্গে আইনের আওতায় আনা হবে। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে বিভাগীয় ও জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের সঙ্গে পৃথক মতবিনিময় সভা শেষে তিনি এ নির্দেশ দেন। প্রশাসনকে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও দৃঢ়তার সঙ্গে কাজ করার নির্দেশও দেওয়া হয়েছে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও আচরণবিধি প্রতিপালনে যা যা প্রয়োজন তা করা হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে আচরণবিধি মানার সতর্কতা ও কম আন্তকোন্দল একটি ইতিবাচক লক্ষণ বলে তিনি উল্লেখ করেন। তিনি আশঙ্কা প্রকাশ করেন, নির্বাচনের আগে একটি গোষ্ঠী অপতথ্য ও গুজব ছড়াতে পারে, যা অপরাধ। এ বিষয়ে সাংবাদিকসহ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

তিনি আরও বলেন, চট্টগ্রামের সার্বিক পরিস্থিতি ভালো রয়েছে, সব বাহিনী ও প্রশাসনিক উইং প্রস্তুত, এবং ভোটাররা ভোট দিতে আগ্রহী।

06 Jan 26 1NOJOR.COM

চট্টগ্রামে ভোটে প্রভাব বিস্তারে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ইসির

Person of Interest

logo
No data found yet!