চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন যুক্ত করা হচ্ছে—এমন গুঞ্জনকে ভিত্তিহীন বলে জানিয়েছে ওপেনএআই। সংস্থাটির চ্যাটজিপিটি বিভাগের প্রধান নিক টার্লি জানিয়েছেন, প্ল্যাটফর্মে কোনো বিজ্ঞাপন পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে না। বরং ব্যবহারকারীরা অ্যাপের সাজেশন অংশে আগের চেয়ে বেশি নিয়ন্ত্রণ পাবেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে কিছু স্ক্রিনশট ছড়িয়ে পড়ে, যা বিজ্ঞাপনের মতো দেখায়। তবে ওপেনএআই বলছে, সেগুলো হয় ভুয়া নয়তো ভুল ব্যাখ্যা।
টার্লি আরও জানান, ভবিষ্যতে যদি কখনো বিজ্ঞাপন আনার সিদ্ধান্ত নেওয়া হয়, তবে তা স্বচ্ছভাবে এবং ব্যবহারকারীর স্বার্থকে অগ্রাধিকার দিয়ে করা হবে। ওপেনএআইয়ের প্রধান গবেষণা কর্মকর্তা মার্ক চেন জানিয়েছেন, সাজেশন ফিচারটি আপাতত বন্ধ রাখা হয়েছে এবং ব্যবহারকারীর নিয়ন্ত্রণ বাড়ানোর উপায় খোঁজা হচ্ছে।
গুগলের নতুন জেমিনি থ্রি মডেল প্রকাশের পর ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান কর্মীদের নতুন ফিচার প্রকাশ স্থগিত রেখে চ্যাটজিপিটির অভিজ্ঞতা উন্নত করার নির্দেশ দিয়েছেন। বর্তমানে প্ল্যাটফর্মটির সাপ্তাহিক ব্যবহারকারী সংখ্যা প্রায় ৭০০ মিলিয়ন।
চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন নয়, ব্যবহারকারীর নিয়ন্ত্রণ বাড়াতে কাজ করছে ওপেনএআই