সামাজিক যোগাযোগমাধ্যমে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক) বিলুপ্তির খবরকে মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি। শনিবার সকালে খাগড়াছড়ি জেলা সদরের মধুপুরে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় নেতারা জানান, দলটি আগের মতোই সক্রিয় রয়েছে। কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অমল কান্তি চাকমা বলেন, দলের সভাপতি শ্যামল কান্তি চাকমা (তরু) ও সাবেক সাধারণ সম্পাদক মিটন চাকমা দুর্নীতি ও সংগঠনের গঠনতন্ত্রবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২০–২৫ জন অনুসারী নিয়ে খাগড়াছড়ি ত্যাগ করেছেন।
অমল কান্তি চাকমা আরও জানান, শ্যামল কান্তি চাকমা ও তার অনুসারীরা সন্তু লারমা সমর্থিত জনসংহতি সমিতির কাছে আশ্রয় নিয়েছেন এবং তাদের নামে একটি ভুয়া আইডি থেকে দলের বিলুপ্তির মিথ্যা ঘোষণা প্রচার করা হয়েছে। তিনি বলেন, কেন্দ্রীয় কমিটির অধিকাংশ সদস্যের সম্মতি ছাড়া এমন ঘোষণা অবান্তর এবং দলটি বিলুপ্ত হয়নি। একই সঙ্গে তারা দলে সশস্ত্র গ্রুপ থাকার অভিযোগও অস্বীকার করেন।
সাংগঠনিক সম্পাদক অমর জ্যোতি চাকমা জানান, সভাপতি চলে গেলেও দলের কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে এবং সহসভাপতি সমীরণ চাকমা ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। দলটি কোনো নির্বাচনী প্রার্থীকে সমর্থন দেবে না বলেও তিনি জানান।
ইউপিডিএফ (গণতান্ত্রিক) বিলুপ্তির খবর মিথ্যা ও ভিত্তিহীন বলে জানাল কেন্দ্রীয় কমিটি