টাঙ্গাইলের সখীপুর উপজেলার বগা প্রতিমা গ্রামে সেনাবাহিনী, পুলিশ ও বন বিভাগের যৌথ অভিযানে ১৩ একর বনভূমি উদ্ধার করা হয়েছে, যা দীর্ঘদিন ধরে স্থানীয় লোকজনের দখলে ছিল। ইউএনও আব্দুল্লাহ আল রনী ও বন কর্মকর্তা মো. আবু সালেহ অভিযানে নেতৃত্ব দেন। উদ্ধারকৃত জমিতে শাল, নিম, আমলকি সহ ১১,০০০ বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় নেওয়া এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সখীপুরে যৌথ অভিযানে বন বিভাগের ১৩ একর জমি উদ্ধার