এনসিপি নেতা আব্দুল হান্নান মাসউদ বলেন, দীর্ঘদিন ধরে তাকে নিয়ে মিডিয়া ট্রায়াল চলছে। কদিন আগে অফিসের ছবিকে ব্যক্তিগত অফিস বলে মিথ্যা প্রচারণা চালানো হয়েছে। অথচ এখন পর্যন্ত কেউ বলতে পারবে না হান্নান মাসউদ অবৈধভাবে আয় করেছে। অভিযোগ করেন, তিনি কোনো সরকারি পদে না থাকলেও কেনো তার থেকে আয়ের উৎস জানতে চাওয়া হয়। দামি গাড়ি-পাঞ্জাবি কোথা থেকে আসছে- সেটা বলতে তিনি বাধ্য নয় উল্লেখ করে হান্নান মাসউদ বলেন, এখন টকশোতে অংশ নিলেও তাকে মিনিমাম তিন হাজার টাকা দেওয়া হয়। তাহলে মাসে ৩০টা টকশো করেল নব্বই হাজার টাকা আয় হয়ে যায়। আগে টিউশনি করে এই পরিমাণ অর্থ আয় করতে হলে প্রতিদিন মিনিমাম দুইটা টিউশনি করানো লাগতো। এছাড়াও চলার পথে অনেক শুভাকাঙ্ক্ষীই তাকে সহযোগিতা করেন বলেও উল্লেখ করেন।
এখন টকশোতে অংশ নিলেও তাকে মিনিমাম তিন হাজার টাকা দেওয়া হয়। তাহলে মাসে ৩০টা টকশো করেল নব্বই হাজার টাকা আয় হয়ে যায়: হান্নান মাসউদ