ইসলামী আন্দোলন বাংলাদেশ এক বিবৃতিতে বলেছে, বাংলাদেশের যত উন্নতি তার জন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অবদান অবশ্য স্বীকার্য। একই সঙ্গে বাংলাদেশের জনপ্রশাসন নিয়ে মানুষের অভিযোগেরও সীমা নাই। দলটি জানায়, রাজস্ব ব্যবস্থাপনায় ও সরকারি চাকরিবিধিতে সংস্কার আনা হয়েছে। এ নিয়ে অস্থিরতা তৈরি হয়েছে। ইসলামী আন্দোলন বলছে, সরকারি চাকরিজীবীরা কোনো দাবি আদায়ে বিক্ষোভ বা অচলাবস্থা তৈরি করতে পারেন না। সংস্কারে কারো কারো দ্বিমত থাকতে পারে কিন্তু কর্মবিরতি দিয়ে জনগণকে জিম্মি করা কোনোভাবে সমর্থনযোগ্য না। ডিএসসিসির ক্ষেত্রেও জনতাকে জিম্মি করা নিন্দনীয় দৃষ্টান্ত। বিবৃতিতে দলটি আলোচনার মাধ্যমে যৌক্তিকতার মানদণ্ডে সমস্যা সমাধানের উপর জোর দেওয়ার তাগিদ দিয়েছে।
রাজস্বখাতের সংস্কার ও চাকরিবিধির পরে রাজস্বখাত ও সচিবালয়সহ সরকারি অফিসে যে অচলাবস্থা তৈরি হয়েছে তা নজীরবিহীন। রাষ্ট্রকে কার্যকর ও সক্রিয় রাখতে দ্রুততার সঙ্গে ব্যবস্থা নিতে হবে: ইসলামী আন্দোলন