বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকার যে বাজেট দিয়েছে, তা শেখ হাসিনার সময়ে দেওয়া বাজেটের মধ্যে কোনো পার্থক্য নেই। হাসিনাও কালোটাকা সাদা করার সুযোগ দিয়েছিল, অন্তর্বর্তীকালীন সরকারও দিয়েছে। তিনি বলেন, নির্বাচনটা কবে হবে আর কত দেরি হবে জিজ্ঞাসা করলে উপদষ্টোরা চুপ করে থাকেন। একটা সময় সংস্কারকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বী করেছে। এখন তাও বলছে না। আরো বলেন, স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ কম। কিন্তু আমাদের তো দরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতে বেশি বরাদ্দ। প্রধান উপদেষ্টার হাত দিয়ে লুটেরা, ব্যাংক ডাকাতরা, যাদের হাতে কালোটাকা; তারা সাদা করার সুযোগ পাচ্ছে। সবশেষে বলেন, প্রধান উপদেষ্টার হাত দিয়ে যে বাজেট, সেই বাজেট গরিবকে আরও গরিব করা এবং মুদ্রাস্ফীতি কমানোর বিষয়টি তো দেখতে পাচ্ছি না। মধ্যবিত্ত ও নম্নিমধ্যবিত্ত মানুষের চাপ আরও বাড়বে।
অন্তর্বর্তী সরকার যে বাজেট দিয়েছে, তা শেখ হাসিনার সময়ে দেওয়া বাজেটের মধ্যে কোনো পার্থক্য নেই। হাসিনাও কালোটাকা সাদা করার সুযোগ দিয়েছিল, অন্তর্বর্তীকালীন সরকারও দিয়েছে: রিজভী