জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের ইসলামিক পণ্ডিত ও আলেম উলামা বুঝতে সক্ষম হয়েছেন যে, এবারের নির্বাচনে সকল ইসলামী শক্তির মধ্যে একটা নির্বাচনী ঐক্য থাকতে হবে। সেই লক্ষ্যে তারা কাজ করছেন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, দলগুলোর মধ্যে অচিরেই একটা সমঝোতা হতে যাচ্ছে। এসব ইসলামি শক্তির ধারাকে অক্ষুণ্ন রেখে যারা নতুন বাংলাদেশ দেখে যেতে পারেননি, তাদের স্বপ্ন পূরণের জন্য আসন্ন জাতীয় নির্বাচনে বিজয়ই হচ্ছে তাদের ঋণ পরিশোধের একমাত্র উপায়। আরো বলেন, আমাদের সংগঠনের ভিশন হলো জনমতকে ইসলামের অনুকূলে নিয়ে এসে দেশ পরিচালনার জন্য যোগ্য লোক তৈরি করা। এই কাজের মাধ্যমে আমরা দ্বিনের বিজয় দেখব, মহান রব খুশি হবেন আর আমাদের ক্ষমা করে দিয়ে জান্নাতবাসী করবেন। সবশেষে বলেন, দেশের ইতিহাসে এই সুষ্ঠু নির্বাচনের সুযোগ কাজে লাগাতে হবে।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, দলগুলোর মধ্যে অচিরেই একটা সমঝোতা হতে যাচ্ছে: মিয়া গোলাম পরওয়ার