পাকিস্তানের সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায়ে ঘোষণা দিয়েছে যে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ ১৯৬১ (এমএফএলও)-এর অধীনে যেকোনো ধরনের তালাক ৯০ দিনের মধ্যে বাতিল করা যাবে। তিন সদস্যের বেঞ্চের এই রায়ে বলা হয়েছে, এমএফএলও-এর ৭ ধারা সব ধরনের তালাকের ক্ষেত্রে প্রযোজ্য, এমনকি মৌখিকভাবে দেওয়া তিন তালাকের ক্ষেত্রেও। ধারা ৭(১) অনুযায়ী, স্বামীকে লিখিতভাবে তালাকের নোটিশ স্ত্রীকে দিতে হবে এবং একটি কপি ইউনিয়ন কাউন্সিল বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠাতে হবে। ধারা ৭(৩) অনুসারে, নোটিশ পাওয়ার পর ৯০ দিন না পেরোনো পর্যন্ত তালাক কার্যকর হয় না, যদি না এর আগে তা বাতিল করা হয়। রায়টি লেখেন বিচারপতি মুহাম্মদ শফী সিদ্দিকী, যিনি বলেন, এই আইনের উদ্দেশ্য হলো আবেগপ্রসূত তালাক প্রতিরোধ করা এবং পুনর্মিলনের সুযোগ দেওয়া। আদালত আরও জানায়, স্ত্রী যদি তালাকের অধিকার পান, তবে তিনি স্বামীর মতোই তা প্রয়োগ করতে পারবেন।
পাকিস্তান সুপ্রিম কোর্ট বলেছে ৯০ দিনের মধ্যে যেকোনো তালাক বাতিল করা যাবে