ময়মনসিংহের গফরগাঁওয়ে পূর্ব শত্রুতার জেরে হামলায় নিহত হয়েছেন মো. নাইম মিয়া (২১) নামের এক কলেজছাত্র। গত শুক্রবার রাতে তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয় এবং সোমবার ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জানা গেছে, তপু মিয়া, তার বাবা শামছুল, ইসলাম উদ্দিনের ছেলে জলিল এবং অজ্ঞাত আরও কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে নাইমকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরিবারের অভিযোগ, তাদেরকেও হুমকি দেওয়া হচ্ছে। এ বিষয়ে ওসি ফেরদৌস আহমেদ বলেন, নিহত নাইমের বিরুদ্ধে মারামারি ও চুরির ৬টি মামলা রয়েছে। এই মামলাগুলো নিয়েই বিবাদীদের সঙ্গে তাদের পূর্ব শত্রুতা ছিল।
গফরগাঁওয়ে পূর্ব শত্রুতার জেরে কোপে নিহত হয়েছেন মো. নাইম মিয়া (২১) নামের এক কলেজছাত্র।