Web Analytics

ভারতের বিহার রাজ্যে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বিতর্কিত আচরণ দেশজুড়ে ক্ষোভের জন্ম দিয়েছে। ১৫ ডিসেম্বর পাটনায় আয়ুষ চিকিৎসকদের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে ৭৪ বছর বয়সী মুখ্যমন্ত্রী এক নারী চিকিৎসকের হিজাব টেনে খুলে দেন। ভিডিও ফুটেজে দেখা যায়, তিনি প্রথমে চিকিৎসককে ইশারায় হিজাব সরাতে বলেন, পরে নিজেই হাত বাড়িয়ে তা খুলে দেন। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজনকে হাসতে দেখা যায়, যদিও উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী তাকে থামানোর চেষ্টা করেন।

ঘটনার পর বিরোধী দলগুলো মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে। কংগ্রেস একে ‘লজ্জাজনক’ ও ‘ঘৃণ্য’ বলে আখ্যায়িত করে বলেছে, রাজ্যের সর্বোচ্চ পদে থাকা ব্যক্তির এমন আচরণ নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে। আরজেডি দলও সমালোচনা করে বলেছে, মুসলিম নারীর হিজাব খুলে ফেলা জেডিইউ-বিজেপির নারী ক্ষমতায়নের দাবিকে প্রশ্নবিদ্ধ করে। সামাজিক মাধ্যমে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

নীতিশ কুমার এর আগেও নারীর প্রতি আচরণ নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন। নভেম্বর মাসে এক জনসভায় নারীকে মালা পরানোর ভিডিও ভাইরাল হলে তিনি সমালোচিত হন। নতুন এই ঘটনায় তার রাজনৈতিক অবস্থান আরও চাপে পড়তে পারে।

16 Dec 25 1NOJOR.COM

বিহারে নারী চিকিৎসকের হিজাব টেনে খুলে নীতিশ কুমারের আচরণে দেশজুড়ে ক্ষোভ

Person of Interest

logo
No data found yet!