সংযুক্ত আরব আমিরাতে বৃহস্পতিবার একদিনের সরকারি সফরে গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সেখানে তিনি ও তার প্রতিনিধিদলসহ আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন। পাক প্রধানমন্ত্রীর সঙ্গে এ সফরে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তারিক ফাতেমি। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে।