এনবিআর জানিয়েছে, রাজস্ব ফাঁকি উদঘাটনের লক্ষে অভিযান চালিয়ে গত ৯ মাসে ৯৯৪ কোটি টাকা রাজস্ব আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড। জানা গেছে, মোট ১৬,৫৭২টি কর/রাজস্ব ফাঁকি উদঘাটনের অভিযান পরিচালনা করা হয়েছে। এতে জড়িত রাজস্বের পরিমাণ ছিল ৬,২৪৬ কোটি টাকা। এরমধ্যে আদায় হয়েছে ৯৯৪ কোটি টাকা। বিজ্ঞপ্তিতে সংস্থাটি বলেছে, জাতীয় রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড।
রাজস্ব ফাঁকি উদঘাটনের লক্ষে অভিযান চালিয়ে গত ৯ মাসে ৯৯৪ কোটি টাকা রাজস্ব আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড।