গাজীপুরের বাসন এলাকায় এক ব্যবসা প্রতিষ্ঠানে ডিবি পরিচয়ে ডাকাতির ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে গাজীপুর পিবিআই। এ সময় ওই ব্যবসা প্রতিষ্ঠান থেকে লুট হওয়া টাকার একাংশ উদ্ধার করা হয়। গত ১৪ এপ্রিল মাল্টি পয়েন্ট বিডি নামক ব্যবসা প্রতিষ্ঠানে ডিবি পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটে। পরে ওই প্রতিষ্ঠানের জিএম একরামুল হক বাদী হয়ে বাসন থানায় একটি ডাকাতি মামলা করেন। বিষয়টি আমলে নিয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে ৪ ডাকাতকে গ্রেফতার করে পিবিআই। উদ্ধার করা হয় ২২ লাখ ৫৫ হাজার টাকা। গ্রেফতাররা হলেন- মো. আব্দুর রহমান রাজন (২৮), মো. রবিউল ইসলাম (৩০), মো. উজ্জল (৩৬) ও মো. মিরাজ (২৫)!
বাসন এলাকায় এক ব্যবসা প্রতিষ্ঠানে ডিবি পরিচয়ে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৪