হাইকোর্ট ২০২১ ও ২০২৪ সালের বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে। আদালত ৩০ ডিসেম্বর ২০১৫ এর পূর্বে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি কর্তৃক নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের কেন সমান বদলির সুযোগ দেওয়া হবে না তাও জানতে চায়। ৫০ জন শিক্ষক চ্যালেঞ্জ করা রিটে বলা হয়েছে, বদলির বিধান বৈষম্যমূলক ও সংবিধানের ২৭ ও ২৯ অনুচ্ছেদ লঙ্ঘন করে।