মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাকিস্তান সফরের খবর প্রত্যাহার করেছে দেশটির শীর্ষস্থানীয় দুই টেলিভিশন চ্যানেল জিও ও এআরওয়াই। রয়টার্স জানায়, যাচাই না করেই খবর প্রকাশ করায় জিও নিউজ ক্ষমা চেয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, পাকিস্তান সফরের কোনো পরিকল্পনা এখনো নির্ধারিত হয়নি। আগের দিনই পাকিস্তানের দুটি চ্যানেল জানিয়েছিল, সেপ্টেম্বরেই ট্রাম্প পাকিস্তান সফরে যাচ্ছেন। তবে পররাষ্ট্র দপ্তর বিষয়টি অস্বীকার করলে চ্যানেল দুটি তাদের প্রতিবেদন তুলে নেয়। সর্বশেষ ২০০৬ সালে প্রেসিডেন্ট বুশ পাকিস্তান সফর করেছিলেন।