ইয়েমেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে সৌদি আরবের বিমান হামলায় অন্তত সাতজন নিহত ও ২০ জনের বেশি আহত হয়েছে বলে জানিয়েছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি)। ওয়াদি হাদরামাউত ও হাদরামাউত মরুভূমিতে আল-খাসার শিবিরে সাতটি বিমান হামলা চালানো হয় বলে এসটিসির প্রধান মোহাম্মদ আব্দুল মালিক জানান।
মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ডিসেম্বরে এসটিসি কর্তৃক দখলকৃত অঞ্চল পুনরুদ্ধারের জন্য সৌদি সমর্থিত বাহিনী এই অভিযান শুরু করে। সৌদি সমর্থিত হাদরামাউতের গভর্নর সালেম আল-খানবাশি একে ‘শান্তিপূর্ণ অভিযান’ বলে ঘোষণা করেছিলেন, তবে কিছুক্ষণের মধ্যেই এসটিসি কর্মকর্তারা রিয়াদের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলেন।
এসটিসির পররাষ্ট্রবিষয়ক প্রতিনিধি আমর আল-বিদ অভিযোগ করেন, সৌদি আরব ইচ্ছাকৃতভাবে আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করেছে এবং শান্তির নামে বিমান হামলা চালিয়েছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের নেতৃত্বাধীন পরিষদ খানবাশিকে সামরিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদান করেছিল। সৌদি আরব এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
ইয়েমেনে সৌদি বিমান হামলায় সাতজন নিহত, শান্তিপূর্ণ অভিযানের দাবিতে বিতর্ক