ঠাকুরগাঁওয়ে নাগরভিটা সীমান্তের ৫০০ গজ দূর থেকে এক বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে গেছে বিএসএফ। বিজিবি লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহমেদ বলেন, ওই ব্যক্তিকে সীমান্তের শূন্যরেখা থেকে ৫০০ গজ দূরে ভারতের অভ্যন্তরে আটক করে বিএসএফ। এখন তিনি সেখানেই আছেন। আটক ব্যক্তির নাম আব্দুল হামিদ (৩৫)। বৃহস্পতিবার সকাল ৬টা ৪০ মিনিটের দিকে বৃষ্টি হচ্ছিল। তখন নাগরভিটা সীমান্তের ৩৭৬ নম্বর মূল পিলারের ৪ নম্বর সাব-পিলার এলাকা দিয়ে আব্দুল হামিদ ভারতের ভেতরে প্রবেশ করেন।