৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের কার্যক্রম চালুর দাবিতে তৃতীয় দিনের মতো রাজপথে অবস্থান নিয়ে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেছেন। এর আগ জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্য উপদেষ্টা, স্বাস্থ্যসেবা সচিব বরাবর স্মারকলিপি দেন। শিক্ষার্থীরা জানান, ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষা-কার্যক্রম চালু হলেও হাসপাতাল চালু না হওয়ার ক্লিনিক্যালি শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা। কিন্তু তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বর্ষের শিক্ষার্থীদের ক্লিনিক্যাল ক্লাশ করতে হয়। কলেজের নিজস্ব হাসপাতাল চালু না থাকায় এই ক্লাশগুলো জেলা সদর হাসপাতালে সপ্তাহে দুই দিন অনুষ্ঠিত হয়। কলেজ থেকে হাসপাতালটির দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার। যাতায়াতের জন্য কলেজের কোনো বাস নেই। ফলে নিয়মিত ক্লাশে অংশ নিতে সমস্যা হচ্ছে।
ক্লিনিক্যালি শিক্ষায় ভোগান্তি দূরীকরণে ৫০০ শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালুর দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন