বিএনপি নেতা আমিনুল হক বলেছেন, ‘গত ১৭ বছর ধরে আওয়ামী স্বৈরাচার যে জুলুম ও নির্যাতন চালিয়েছে- তা ভুলে গেলে চলবে না। যারা এটি মনে রাখে তাদের পক্ষে আওয়ামী লীগের সঙ্গে মিশা তো দূরের কথা, এমনকি তাদের চেহারাও দেখা পাপ।’ তিনি বলেন, ‘আন্দোলন-সংগ্রামে নির্যাতিত ও ত্যাগীদের সবচেয়ে বেশি মূল্যায়ন করা হবে। সদস্য পদ নবায়নে তাদের অগ্রাধিকার থাকবে।’ আরও বলেন, ‘যারা দিনে বিএনপি আর রাতে আওয়ামী লীগ করেছে, যাদের আওয়ামী নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ ছবি রয়েছে— তাদের সদস্য পদ নবায়ন করা যাবে না।’ আরো বলেন, ‘অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দ্রুত নির্বাচনের আশা করা হলেও দেশি-বিদেশি ষড়যন্ত্রে- তা বিলম্বিত হচ্ছে। আওয়ামী প্রেতাত্মারা নির্বাচন ঠেকাতে এখনো তৎপর।’ এই সময় তিনি দুর্নীতিবাজ ও চাঁদাবাজ নেতাকর্মীদের সতর্ক করেন।
গত ১৭ বছর ধরে আওয়ামী স্বৈরাচার যে জুলুম ও নির্যাতন চালিয়েছে- তা ভুলে গেলে চলবে না। সেই ইতিহাস যারা মনে রাখে, তাদের পক্ষে লীগের সঙ্গে মিশা তো দূরের কথা, এমনকি তাদের চেহারাও দেখা পাপ: আমিনুল