বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার ২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। দর্শন বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান সভাপতি নির্বাচিত হয়েছেন এবং ইংরেজি বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী ও জাকসুর জিএস মাজহারুল ইসলাম সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন। সোমবার সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত সাধারণ সভায় কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলামের স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ সম্পন্ন হয়। ভোট গণনা শেষে নূরুল ইসলাম মোস্তাফিজুর রহমানকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং তাকে শপথবাক্য পাঠ করান। সদস্যদের পরামর্শে নবনির্বাচিত সভাপতি মোস্তাফিজুর রহমান মাজহারুল ইসলামকে শাখা সেক্রেটারি হিসেবে মনোনীত করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন কেন্দ্রীয় শিল্প ও সংস্কৃতি সম্পাদক হাফেজ আবু মুসা এবং প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম।
এই নির্বাচনের মাধ্যমে জাবি শাখা ছাত্রশিবিরের ২০২৬ সেশনের নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে গঠিত হলো।
জাবি ছাত্রশিবিরের সভাপতি মোস্তাফিজুর, সেক্রেটারি মাজহারুল নির্বাচিত