Web Analytics

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) প্রতিনিধিরা। বৈঠকে জুলাই বিপ্লবের চেতনা রক্ষা ও জাতীয় নানা ইস্যু নিয়ে আলোচনা হয়। শুরুতে প্রতিনিধি দল সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করেন। বৈঠক শেষে ডাকসু ভিপি সাদিক কায়েম জানান, তারেক রহমান ছাত্র সমাজকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন এবং ফাসিবাদবিরোধী সব শক্তির ঐক্যের ওপর জোর দিয়েছেন।

সাদিক কায়েম বলেন, তারেক রহমান রাজনৈতিক ভিন্নতাকে গণতান্ত্রিক সৌন্দর্য হিসেবে দেখলেও বাংলাদেশ ও জুলাই বিপ্লবের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বিএনপি, জামায়াতসহ সব ফাসিবাদবিরোধী দল ও ছাত্র সংগঠন—ছাত্রদল ও ছাত্রশিবিরকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার পরামর্শ দেন। কায়েম আরও বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠন, অবাধ নির্বাচন এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নের লক্ষ্যে তরুণদের সক্রিয় হতে হবে।

বৈঠকে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার নিয়েও আলোচনা হয়। কায়েম অভিযোগ করেন, হত্যার পরিকল্পনাকারীরা এখনও গ্রেপ্তার হয়নি এবং দ্রুত বিচারের দাবি জানান। তিনি বলেন, রাজনৈতিক মতভেদ থাকলেও ছাত্র সমাজ জুলাই বিপ্লবের লক্ষ্য পূরণে ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাবে।

02 Jan 26 1NOJOR.COM

জুলাই বিপ্লবের চেতনা রক্ষায় ছাত্র ঐক্যের আহ্বান তারেক রহমানের

Person of Interest

logo
No data found yet!