Web Analytics

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১০৪তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ বুধবার সকালে চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জতে অবস্থিত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের (বিজিটিসিএন্ডসি) বীর উত্তম মজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়। এতে বিজিবির ইতিহাসে সর্বাধিক ৩,০২৩ জন নবীন সদস্য—এর মধ্যে ২,৯৫০ জন পুরুষ ও ৭৩ জন নারী—দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, যিনি নবীন সৈনিকদের শপথ করান ও কুচকাওয়াজ পরিদর্শন করেন।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং অন্যান্য ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজিবি জানায়, সব বিষয়ে শ্রেষ্ঠ নবীন সৈনিক নির্বাচিত হন আল ইমরান (বক্ষ নম্বর ১৫৫)। শারীরিক উৎকর্ষতায় প্রথম হন শপিকুল ইসলাম (পুরুষ) ও লুবনা খাতুন (মহিলা), আর শ্রেষ্ঠ ফায়ারার নির্বাচিত হন শফিকুর রহমান তামিম (পুরুষ) ও নাহিদা আক্তার (মহিলা)।

বিজিবি আরও জানায়, বিজিটিসিএন্ডসি গত ৪৪ বছর ধরে রিক্রুট প্রশিক্ষণ দিয়ে আসছে এবং স্বাধীনতার পর থেকে ৭২টি ব্যাচ সফলভাবে সম্পন্ন করেছে। প্রশিক্ষণ সক্ষমতা ৭০০ থেকে ১,০০০ জন হলেও অবকাঠামো সম্প্রসারণের মাধ্যমে এবার একসঙ্গে ৩,০২৩ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যা স্বাধীনতা-উত্তর বাংলাদেশের এক অনন্য দৃষ্টান্ত।

14 Jan 26 1NOJOR.COM

চট্টগ্রামে বিজিবির ১০৪তম ব্যাচের ৩,০২৩ নবীন সদস্যের শপথ গ্রহণ

Person of Interest

logo
No data found yet!