শুক্রবার রাঙ্গামাটিতে ছাত্রলীগের এক নেতাকে আটক ও মারধরের ঘটনায় ছাত্রদল এবং ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। জানা গেছে, একটি ট্যাক্সিতে করে চট্টগ্রাম যাওয়ার সময় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন কায়সারকে আটক করেন বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত ছাত্রশিবির ও ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী। এ সময় তাকে মারধর করা হয়। পরে পুলিশ কায়সারকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনার সময় ছাত্রদলের এক নেতা গাড়ি ভাঙচুর না করতে বললে শিবিরের এক কর্মী ছাত্রদলের দুইজনকে আঘাত করে। এর জেরে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।
রাঙ্গামাটিতে ছাত্রলীগের এক নেতাকে আটক ও মারধরের ঘটনায় ছাত্রদল এবং ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।