সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার সূচক থেকে জানা গেছে, বুধবার ঢাকার বাতাসের মানে কিছুটা উন্নতি হয়েছে। এতে বিশ্বের ১২৪ শহরের মধ্যে বায়ুদূষণে শীর্ষ ১৫ শহরেরও মধ্যেও নেই ঢাকা। জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৯টায় আইকিউএয়ার সূচকে বায়ুদূষণে সবার শীর্ষে রয়েছে ইরাকের বাগদাদ। বায়ুদূষণে বিশ্বের ১২৪ শহরের মধ্যে তালিকায় শীর্ষ ২ নম্বরে আছে কুয়েতের রাজধানী কুয়েত সিটি। এছাড়া ৯৮ স্কোর নিয়ে তালিকার শীর্ষ ১৮ নম্বরে অবস্থান করছে ঢাকা। বাতাসের এই মান ‘সহনীয়’ হিসেবে বিবেচনা করা হয়।
বৃষ্টিতে রাজধানীর বাতাসের মানে কিছুটা উন্নতি হয়েছে। এতে বিশ্বের ১২৪ শহরের মধ্যে বায়ুদূষণে শীর্ষ ১৫ শহরেরও মধ্যেও নেই ঢাকা।