ঢাকা সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। চলতি বছরের আগস্টের শেষ সপ্তাহে এ রাষ্ট্রীয় সফর হতে পারে। দুই দেশের কর্মকর্তারা সফরটি সফল করতে চূড়ান্ত প্রস্তুতির কাজ করছেন। চলতি মাসের শুরুতে বাংলাদেশ সফরে আসেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি। বৈঠকে বৈধ পন্থায় অভিবাসনের উপর গুরুত্বারোপ করা হয়েছিল। এর আগে জাতিসংঘের ৭৯তম সাধারণ পরিষদের ফাঁকে জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎ করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূস।