Web Analytics

টানা পাঁচ মাসের ব্যবধানে আবারও থাইল্যান্ড–কম্বোডিয়া সীমান্তে গোলন্দাজ ও রকেট হামলার শব্দ শোনা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় জুলাইয়ে যে যুদ্ধবিরতি হয়েছিল, তা ভেঙে পড়েছে। বিতর্কিত এলাকায় রাস্তা নির্মাণে থাকা থাই ইঞ্জিনিয়ারদের ওপর কম্বোডিয়ান সেনাদের গুলির অভিযোগে দুই থাই সেনা আহত হন। ফলে শত শত কিলোমিটারজুড়ে সীমান্তবর্তী গ্রামগুলো খালি করে দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

বিশেষজ্ঞদের মতে, দুই দেশের দীর্ঘদিনের অবিশ্বাসই এই সংঘাতের মূল কারণ। যুক্তরাষ্ট্রের শুল্কচাপের মুখে থাইল্যান্ড যুদ্ধবিরতিতে রাজি হলেও, কম্বোডিয়া মাঠপর্যায়ে নতুন মাইন পেতে উত্তেজনা বাড়ায়। এতে সাত থাই সেনা গুরুতর আহত হন। থাই সরকার কম্বোডিয়াকে ‘অসৎ আচরণ’-এর অভিযোগে অভিযুক্ত করেছে এবং আটক সেনাদের মুক্তি দেয়নি।

দুর্বল জোট সরকারের প্রধানমন্ত্রী অনুতিন সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন, আর জনমনে কম্বোডিয়ার প্রতি ক্ষোভ বাড়ছে। ট্রাম্প পুনরায় মধ্যস্থতা করতে পারেন, তবে উভয় দেশই এখন কঠোর অবস্থানে রয়েছে, ফলে সংঘাত শিগগিরই থামার সম্ভাবনা কম।

Card image

Person of Interest

logo
No data found yet!