মাদারীপুরের গোপালপুরে রোববার ভোরে জেলা আওয়ামী লীগের সদস্য ও কালকিনি উপজেলার সাবেক চেয়ারম্যান মীর গোলাম ফারুকের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা ঢাকা-বরিশাল মহাসড়কে টায়ার জ্বালিয়ে ও গাছ ফেলে অবরোধ সৃষ্টি করেন। এতে যাত্রী ও চালকরা চরম ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে উপজেলা বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সহায়তায় সড়ক থেকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন। পুলিশ জানায়, তাদের উপস্থিতি টের পেয়ে অবরোধকারীরা পালিয়ে যায়। সকাল সাড়ে সাতটার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। শেখ হাসিনার মামলার রায় ঘোষণার পর দক্ষিণাঞ্চল অচল করার হুমকির প্রেক্ষিতে এই অবরোধের ঘটনা ঘটে বলে জানা গেছে।
মাদারীপুরে আ.লীগের অবরোধ সরিয়ে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে বিএনপি-জামায়াত