চলতি বছরের ঈদকে কেন্দ্র করে বাংলাদেশে তিনটি নতুন মাল্টিপ্লেক্স প্রেক্ষাগৃহ চালু করতে যাচ্ছে স্টার সিনেপ্লেক্স। নারায়ণগঞ্জের জালকুড়ির সীমান্ত টাওয়ারে তিনটি হলসহ একটি শাখা ঈদুল ফিতরে উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। বগুড়ার পুলিশ প্লাজায় দুটি হল নিয়ে আরেকটি শাখার কাজও চলছে, যা চলতি বছরই চালু হবে বলে জানিয়েছেন স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (বিপণন) মেসবাহ উদ্দিন আহমেদ। তিনি জানান, কাজ কিছুটা বিলম্বিত হলেও এখন শেষ পর্যায়ে রয়েছে।
এদিকে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু দক্ষিণ থানার পাশে নির্মিত পদ্মা সিনেপ্লেক্সের কাজ প্রায় ৯০ শতাংশ সম্পন্ন হয়েছে। চলচ্চিত্র প্রযোজক মোহাম্মদ ইকবাল মালিকানাধীন এই মাল্টিপ্লেক্সটি আগামী ঈদুল আজহায় চালুর পরিকল্পনা রয়েছে। স্টার সিনেপ্লেক্স ইতিমধ্যে ১০০টি পর্দা চালুর ঘোষণা দিয়েছে এবং ভবিষ্যতে জেলা ও উপজেলা পর্যায়েও প্রেক্ষাগৃহ স্থাপনের পরিকল্পনা করছে।
দেশজুড়ে একের পর এক সিনেমা হল বন্ধ হয়ে যাওয়ার প্রেক্ষাপটে এই নতুন প্রেক্ষাগৃহগুলো চলচ্চিত্রপ্রেমীদের জন্য নতুন আশার বার্তা হিসেবে দেখা হচ্ছে।
ঈদে নারায়ণগঞ্জ, বগুড়া ও শরীয়তপুরে তিনটি নতুন মাল্টিপ্লেক্স চালু করছে স্টার সিনেপ্লেক্স