Web Analytics

বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) আকর্ষণে অন্তর্বর্তী সরকার ধারাবাহিক সংস্কার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, চট্টগ্রামের কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনে দীর্ঘদিনের একটি সমস্যার সমাধান হয়েছে, যা দক্ষিণ কোরিয়ার শীর্ষ কোম্পানিগুলোর বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়াবে।

বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিকের বিদায়ী সাক্ষাতে উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের নানা দিক নিয়ে আলোচনা করেন। আলোচনায় কোরিয়ার বিনিয়োগ বৃদ্ধি, প্রস্তাবিত সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (সিইপিএ)-এর অগ্রগতি, মানবসম্পদ উন্নয়ন এবং সাংস্কৃতিক বিনিময় প্রসারের বিষয় উঠে আসে। রাষ্ট্রদূত পার্ক সুদানে নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য শুভকামনা জানান।

তিনি জানান, স্যামসাং বাংলাদেশে তাদের কার্যক্রম সম্প্রসারণে আগ্রহী এবং নতুন সিইপিএ আলোচনার পর বাংলাদেশি তৈরি পোশাক কোরিয়ার বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পেতে পারে।

Card image

Person of Interest

logo
No data found yet!