যশোরের বাঘারপাড়ায় বৃহস্পতিবার রাতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একটি সংক্ষিপ্ত পথসভা করেছে। চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত এই সভায় সংগঠনের কেন্দ্রীয় নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ করে দিয়েছি। আওয়ামী লীগ যশোরসহ সারা দেশে নির্যাতন-নিপীড়ন চালিয়েছে। পাঁচ মিনিটের এই পথসভা শেষে নেতৃবৃন্দ যশোর শহরের উদ্দেশে রওনা হন। শুক্রবার শহরের কেন্দ্রীয় ঈদগাহের পাশে এনসিপির মূল পথসভা অনুষ্ঠিত হবে।
আমরা আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ করে দিয়েছি। আওয়ামী লীগ যশোরসহ সারা দেশে নির্যাতন-নিপীড়ন চালিয়েছে: হাসনাত আব্দুল্লাহ