সিনিয়র সহকারী পুলিশ সুপার এআরএম মোজাফ্ফর হোসেন জানান, ২১ বছর আত্মগোপনে থাকা চট্টগ্রামের কর্ণফুলী চা বাগান এলাকা থেকে মো. আবু বক্কর (৪২) নামে গণধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। বক্করকে জিজ্ঞাসাবাদে সে ওই মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি বলে স্বীকার করেছেন। এদিকে, তাকে গ্রেফতার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফটিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
২১ বছর আত্মগোপনে থাকা কর্ণফুলী চা বাগান এলাকা থেকে মো. আবু বক্কর (৪২) নামে গণধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব