Web Analytics

বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল। বুধবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র সংগ্রহ শেষে তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচনে প্রার্থী, কর্মী ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

তিনি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান এবং বলেন, একটি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে জামায়াতে ইসলামী বিকল্প নয়। বুলবুল আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জকে দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে তোলা হবে। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতারা, সাবেক মেয়র অধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম ও সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান।

তার এই আহ্বান নির্বাচনী সহিংসতা ও নিরাপত্তা নিয়ে বিরোধী দলের উদ্বেগকে প্রতিফলিত করে। আগামী সপ্তাহগুলোতে নির্বাচন কমিশন প্রার্থীদের তালিকা চূড়ান্ত করবে বলে জানা গেছে।

Card image

Person of Interest

logo
No data found yet!