Web Analytics

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী সীমান্ত এলাকায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মো. রনি (২২) নামে এক যুবক আহত হয়েছেন। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়, যেখানে চিকিৎসকরা জানান তার অবস্থা আপাতত আশঙ্কামুক্ত। মঙ্গলবার দিবাগত রাত প্রায় ১২টা ১০ মিনিটে দৈখাওয়া বিওপির টহল দল সীমান্ত পিলার ৯০২-এর কাছে গুলির শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে কয়েকজনকে দৌড়াতে এবং একজন আহত ব্যক্তিকে সরিয়ে নেওয়ার চেষ্টা করতে দেখে।

বিজিবি পরে আহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করে জানায়, রনি গোতামারী ইউনিয়নের বাসিন্দা এবং সীমান্ত এলাকায় মাদক বহনের সঙ্গে জড়িত ছিলেন। এর আগে গত ২২ ডিসেম্বর বিএসএফের ছোড়া ছররা গুলিতে আহত হয়ে তিনি আত্মগোপনে চলে যান। বিজিবি জানায়, তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও পাসপোর্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

১৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও অপরাধমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকায় বিজিবি উদ্বিগ্ন এবং চোরাচালান ও মাদক পাচার রোধে স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন।

07 Jan 26 1NOJOR.COM

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে আহত যুবককে উদ্ধার করল বিজিবি

Person of Interest

logo
No data found yet!