বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান বলেছেন, গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলা ছিল নারকীয়। তিনি বলেন, ক্ষমতা হারানোর পরও আওয়ামী লীগের সশস্ত্র বাহিনী ও অঙ্গসংগঠন সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। নিজের ফেসবুক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, গোপালগঞ্জ কি বাংলাদেশের বাইরে কোনো ‘স্বায়ত্তশাসিত অঞ্চল’? সেখানে কেন আইনের শাসন নেই? তিনি হামলাকারীদের গ্রেফতার ও শাস্তি দাবি করে বলেন, গোপালগঞ্জে কেউ রাজনৈতিক কর্মসূচি পালনে বাধাগ্রস্ত হলে তা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে উঠবে।
গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলা ছিল নারকীয়। ক্ষমতা হারানোর পরও আওয়ামী লীগের সশস্ত্র বাহিনী ও অঙ্গসংগঠন সন্ত্রাস চালিয়ে যাচ্ছে: মারুফ কামাল